নিজস্ব প্রতিবেদন:
রাজ্যে ক্রমশ চওড়া হচ্ছে করোনার থাবা। সরকারি বুলেটিন অনুযায়ী গত ২৪
ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২,৯৩১ জন। এ নিয়ে বাংলায়
করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ১ লক্ষ। এখনও পর্যন্ত মোট আক্রান্তের
সংখ্যা ১,১৩৯০ জন। রবিবার আক্রান্তের সংখ্যা ছিল ২,৯৩৯, শনিবার ছিল
২,৯৪৯, বৃহস্পতিবার ২,৯৫৪, সোমবার সেই সংখ্যাটা কমে হল ২,৯০৫।
সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে
৪৯ জনের। এনিয়ে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে ২,১৪৯। অন্যদিকে, কয়েকদিন
ধরেই রাজ্যে করোনায় মৃতের সংখ্যা পঞ্চাশের ওপরে ছিল। সোমবার তা কমে হয়ছিল
৪১।
অন্যদিকে রাজ্যে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে
বাড়ি ফিরেছেব ৩,০৬৭ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭৩,৩৮৫
জন। রাজ্যে সুস্থতার হার বেড়ে ৭২.৩৯ শতাংশ। উল্লেখ্য, ১১ অগাস্ট অনুযায়ী
করোনার অ্যাক্টিভ কেস ২৫,৮৪৬। t?